“সোনাইমুড়ীতে বন্যাকবলিত মানুষের পাশে স্বাধীন শান্তি সংঘ
রবিউল হাসান,সোনাইমুড়ী,নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাধীন রুহুল আমিন নগরের স্বাধীন শান্তি সংঘ বন্যাকবলিত মানুষের অসময়ে পাশে আছে এবং ত্রাণ পৌছে দিচ্ছে।
শনিবার (২৪ আগস্ট) মানুষের দারে দারে গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছে সংগঠনটি। একদল যুবকের কঠোর পরিশ্রমে ডাল, আলু, পেয়াজ, তেল, চিনি, আটা, শুকনা মরিচ, মুড়িসহ শুকনো খাবার প্রদান করে। গ্রামের ১৬০ টি পরিবারের নিকট ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনটির সেচ্ছাসেবকরা।
এছাড়াও, গত বুধবার (২১ আগস্ট) থেকে বন্যাকবলিত মানুষ আশ্রয় নেয়া শুরু করেছে বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন একাডেমিতে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত আশ্রয় নিয়ছে মোট ১৬০ জন মানুষ। তাদেরও তিন বেলা খাবার, নাস্তাসহ বসবাস নিশ্চিত করছে স্বাধীন শান্তি সংঘ।
উল্লেখ্য, ১০ ডিসেম্ব ২০১০ সালে একদল যুবকের হাত ধরে যাত্রা শুরুকরে স্বাধীন শান্তি সংঘ। তবে, পুরোদমে কাজ শুরুকরে ২০১৬ সালে। বন্যাদূর্গত মানুষকে খাদ্য সহায়তা, ডুবন্ত রাস্তায় সাকো নির্মান, রক্তদান কর্মসূচি, বিনা খরচায় অক্সিজেন সরবরাহ, দরিদ্র পরিবারের মেধাবী সন্তানদের নোটবুকসহ বই প্রদান, অস্বচ্ছল পরিবারের মেয়র বিবাহের ব্যায়সহ নানরকম কর্মসূচি পালন করে আসছে এ সংগঠনটি।
Leave a Reply