আলা উদ্দিন চুনারুঘাট ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন করা হয়।
শনিবার (১৬ নভেম্বর) বাদ মাগরীব মিরাশি ইউনিয়ন পরিষদ হল রুমে এ কমিটি গঠন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে হাফেজ নাজমুল হাসান জাবেদ এর পরিচালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরাশী ইউনিয়নের সভাপতি আঃ মনাফ মুহরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আ. স. ম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর জামায়াতের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম। উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের সভাপতি আবুল হোসেন মাস্টার, ৮ নং ওয়ার্ডের সভাপতি হাফেজ জালাল উদ্দিন, ৪ নং ওয়ার্ডের সভাপতি জিতু মিয়া সরদার ১ নং ওয়ার্ডের সভাপতি রাসেল আহমদ, আরো বক্তব্য রাখেন জনাব আব্দুল আহাদ সেক্রেটারী ৭ নং ওয়ার্ড, আব্দল কাদির সেক্রেটারি ৮নং ওয়ার্ড, আবুল কালাম সেক্রেটারি ৪ নং ওয়ার্ড, আব্দুল আজিজ গাতাবলা।
সকল অতিথির বক্তব্যের পরে প্রধান অতিথি আ.স. ম. কামরুল ইসলাম এর মাধ্যমে সভাপতি ও সেক্রেটারি নাম পূর্নরায় ঘোষণা করেন এবং নতুন সভাপতি সেক্রেটারির সাতে পরামর্শ ক্রমে ২০২৫ – ২৬ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মনাফ মুহরী, সহঃ সভাপতি শফিকুল ইসলাম, সহঃ সভাপতি শরিফুল ইসলাম।
সেক্রেটারি হাঃ নাজমুল হাসান জাবেদ, সহকারী সেক্রেটারি শামীম গাজী, বায়তুল মাল সম্পাদক জসিম উদ্দিন, সহকারী বায়তুল মাল সম্পাদক হুসাইন আহমদ শুভ সাংগঠনিক সম্পাদক আফরাজুর রহমান, আইন ও শিক্ষা সম্পাদক এনামুল হক মুন্সি, প্রবাসী কল্যাণ সম্পাদক সোহেল আহমদ, সহকারী প্রবাসী কল্যাণ সম্পাদক ওমর ফারুক, শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ মাসুক মিয়া, ওলামা বিষয়ক সম্পাদক হাঃ মাহবুবুর রহমান, সদস্য হিসেবে আছেন লুৎফর রহমান, আব্দুল হান্নান,জিয়া উদ্দিন, তোফাজ্জল, কাজী সিরাজ, আঃ আলী, মিজানুর রহমান।
সভাপতি ও সেক্রেটারি অতীতেও অত্র ইউনিয়নে দায়িত্ব পালন করেন প্রধান অতিথির বক্তব্য বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জনকল্যাণমুখী সংগঠন মানবতার সেবক হিসেবে প্রতিটি কর্মীকে কাজ করতে হবে। পরিশেষে নতুন সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।
Leave a Reply