“চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন”
আমীর-কামরুল,সেক্রেটারি-সাহেব আলী
আলা উদ্দিন চুনারুঘাট ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি নির্বাচন ও মনোনয়নের আয়োজন করা হয়।
গতকাল ৮ই নভেম্বর বিকাল ৪ ঘটিকায় চুনারুঘাট উপজেলার দলীয় কার্যালয়ে সাবেক আমীর আ স ম কামরুল ইসলাম এর সভাপতিত্বে। জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম এর পরিচালনায়
জামায়াতে রোকনদের উপস্থিতিতে সরাসরি ভোটে আমির নির্বাচনত হন মাও ইদ্রিস আলী, নায়েবে আমির মনোনিত হন আ স ম কামরুল ইসলাম।
সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন মীর মোঃ সাহেব আলী, মনোনিত হন এসিস্ট্যান্ট সেক্রেটারি হাঃ মাও ফুয়াদ হাসান, বাইতুলমাল সম্পাদক এস এম নোমান, কর্মকরী পরিষদ সদস্য মাও এমদাদুল হক চৌধুরী, কাজী এম এ খালেক, মাও রায়হান উদ্দিন হবিগঞ্জী, ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম এর পরিচালনায় উক্ত কমিটির নির্বাচন ও মনোনয়নের কাজ পরিচালিত হয়। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার একরামুল মজিদ দুলাল, আব্দুল মনাফ মুহরী, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম সাজল, মোঃ মিজানুর রহমান, মাও শফিকুল ইসলাম লস্কর,মোঃ সেলিম মিয়া মাও শরিফুল ইসলাম, আ ম ম লুকমান হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, নুরে আলম হাবিবি প্রমূখ।
অনুষ্টানের শেষ পর্যায়ে নির্বাচিত ও মনোনীতদেরকে শপথ বাক্য পাঠ করানোর মধ্যে দিয়ে নতুন আমিরের বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
Leave a Reply