“শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা”
আরিফুল ইসলাম, মনোহরদী, নরসিংদী।
হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার মনোহরদী উপজেলায় শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবা খান।
মুক্ত আলোচনা শেষে সভাপতি তাঁর বক্তব্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য সনাতন ধর্মাবলম্বীসহ সকলের প্রতি আহবান জানান।উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন।
Leave a Reply