“বেলাবতে বদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার”
মোঃ এমাদ মিয়া,বেলাব,নরসিংদী।
নরসিংদীর বেলাবতে বিয়ের ১৯ দিনের মাথায় সুরমা আক্তার (১৯) নামে এক নববধূর গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১জুন) বেলা ২ টার দিকে উপজেলার কুকুরমারা( শান্তিপুর) ভাড়া করা বাসার ভিতরে জানালার মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।কুকুরমারা গ্রামের মোঃ হানিফ মিয়ার ভাড়া বাসায় থাকতো নিহত সুরমা ও তার স্বামী । নিহত নববধূ উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিম নগর গ্রামের চন্দন মিয়ার মেয়ে।নিহতের স্বামীর নাম মোঃ মোশারফ হোসেন,তিনি একই উপজেলার দেওয়ানেরচর গ্রামের আঃ মালেক মিয়ার ছেলে। নিহতের স্বামী মোঃ মোশারফ হোসেন বলেন,আমি গতকাল সন্ধ্যায় খাবার খেয়ে মাছ মারতে যাই রাতে বাসায় আসিনি,আজ দুপুরে খবর পেয়েছি আমার স্ত্রী ঘরের ভিতরে আত্মহত্যা করেছে।আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয়নি,তাই বুঝতে পারিনি কেন এমনটা হলো।নিহতের বাবা চন্দন মিয়া বলেন,আমার মেয়েকে উনিশ দিন পূর্বে বিয়ে দিয়েছি। আজ খবর পেয়েছি মেয়ে আত্মহত্যা করেছে।হত্যা না কি আত্মহত্যা এটা বলতে পারছি না।
বেলাব থানা অফিসার ইনচার্জ(ওসি) মীর মাহবুবুর রহমান সহ
আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করি হত্যা না আত্মহত্যা জানা যাবে ময়না তদন্তের পর। ঘটনা স্থলে নিহতের সুরত হাল রিপোর্ট তৈরি করা হয়েছে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply