“বানিয়াচং ৩নং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত”
মুহাম্মদ হাবিবুর রহমান খান,হবিগঞ্জ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বানিয়াচং উপজেলার ৩নং (বানিয়াচং দক্ষিণ-পূর্ব) ইউনিয়নের ২০২৫-২৬ সেশনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
গত ২১ ডিসেম্বর,শনিবার ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,বানিয়াচং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ডা: খন্দকার তালেব উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,বানিয়াচং উপজেলার অন্যতম উপদেষ্টা ও ৩নং ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মু. হাবীবুর রহমান খান।
আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা নির্বাহী পরিষদ সদস্য ও বানিয়াচং উপজেলা সভাপতি সৈয়দ আনহার নবী, বানিয়াচং উপজেলা সহ-সভাপতি ডা: শফিকুর রহমান ঠাকুর, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক নূর উদ্দীন, হবিগঞ্জ পৌরসভা সহ-সাধারণ সম্পাদক নাইম আহমদ, ৩নং ইউপি উপদেষ্টা মাওলানা নছিবুর রহমান প্রমুখ।
সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মো: ফখরুদ্দীন আহমদ, সহ সভাপতি ফারুক আহমদ, সহ সভাপতি আব্দুর রব, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো: হেলাল, সহ-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পারভেজ মিয়াকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
Leave a Reply