“নরসিংদী প্রেসিডেন্সি কলেজে বিজয় দিবস উদযাপন”
আমিনুল ইসলাম জনি,নরসিংদী।
নরনিংদী প্রেসিডেন্সি কলেজে দেশমাতৃকা বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে কলেজটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, বাংলা, ইংরেজি বক্তৃতা এবং হামদ-নাতের প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। কলেজের সকল শিক্ষা ও শিক্ষকণ্ডলীর উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ কানিজ ফাতেমা বলেন, প্রত্যেক শিক্ষার্থীরা যেন স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে দেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার শপথ গ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন বলেন, স্বাধীনতার নানান পর্যায়ে নরসিংদী জেলাটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নায়ক শহিদ আসাদ থেকে থেকে শুরু করে একাত্তরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ২০২৪ সালের তাহমিদসহ সবাই আমাদেরকে বিশেষভাবে প্রেরণা দিয়েছে।
এছাড়াও বক্তব্য রাখেন কলেজের অর্ডিনেটর শামীম
আহমেদ, মু জসিম উদ্দিন, অন্যান্যদের মধ্যে প্রকৌশলী আরিফ মিয়া, বিপ্লব মিয়া, ফয়সাল আহমেদ বক্তব্য রাখেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে একাদশ ও দ্বাদশ শ্রেণির মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে একাদশ শ্রেণি ১১ রানে জয়লাভ করে।
চমৎকার এ আয়োজন করার জন্য কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Leave a Reply