“বাংলাদেশ তুমি আমার”
আনোয়ার হোসেন
করেছি অর্জন বিজয় আমার রক্ত করে দান,
পারবেনা কেউ মুছে দিতে বাংলাদেশ চির অম্লান।
মাগো তোমার আঁচল তলে আছে কোটি প্রাণ,
জীবন বাজি রেখে রাখিবো তোমার সম্মান।
জেগে আছি কোটি প্রাণ; করিতে শত্রু দমন,
প্রিয় নাম ‘বাংলাদেশ’ করিবো উদ্ভাসন।
ভেঙে দিবো মা তোমাকে নিয়ে যত কল্পন,
তোমার মিষ্টি ভালোবাসার তরে করিবো সব প্রশমন।
৫২, ৭১, ২৪ বারবার দিয়েছি কতো তাজা প্রাণ,
ধরাতলে মা সমুন্নত রাখিতে তোমার মান।
কত ত্যাগ তিতিক্ষায় লাল-সবুজ করেছি অর্জন,
তোমারি রুপের মায়ায় জীবন দিবো বিসর্জন।
যাবো না ছেড়ে কোথাও; তোমাতেই কাটাবো জীবন,
তোমার কোলে মাথা রেখে হোক মোর মরণ।
Leave a Reply