মোঃ নুরুজ্জামান রাজু,বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মেইন রোডের সামনে ও অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানাযায়,(১৩ ডিসেম্বর)রোজ শুক্রবার বেলা ৩টা ৫০ মিনিটে এই দূর্ঘটনাটি ঘটে।
এতে মোটরসাইকেলের মধ্যে থাকা স্বামী স্ত্রী ও শিশু বাচ্চা ছিল।এসময় ধান বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে মহিলা ছিটকে পড়ে।ট্রাকটি মহিলার মাথার উপর দিয়ে চলে যায়।এতে ঘটনাস্থলেই মারা যান রাহিনুল বেগম (৩০)।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার খবর পাওয়া যায়।
নিহত মহিলা বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মজলিসপুর গ্রামের উত্তর পাড়ের সোলেমান মিয়ার স্ত্রী রাহিনুল বেগম(৩০)।এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)কবির হুসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটিয়েছি। ট্রাকটি আটক হয়েছে।
চালক হেলপার দূর্ঘটনার পর পরই পালিয়ে গেছে বলে জানান তিনি।
Leave a Reply