“বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত”
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য
-লস্কর মোহাম্মদ তাসলিম।
প্রেস বিজ্ঞপ্তিঃ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য। শ্রমিকরা আল্লাহর বন্ধু, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করা বাধ্যতামূলক। দেশের প্রতিটি সংকটে ও সংগ্রামে শ্রমিকদের অবদান সীমাহীন। যা ৭১এর স্বাধীনতা সংগ্রাম, ৯০এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২৪এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে প্রমাণিত হয়েছে। তবুও সমাজের সর্বস্তরে শ্রমিকরা বঞ্চিত ও অবহেলিত। তাই, শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের ব্যাপারে আরো সচেতন হতে হবে। কথাগুলো বলেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি জনাব লস্কর মোহাম্মদ তাসলিম। গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জনাব তাসলিম আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক সরকার গঠনে শ্রমিকদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোজাম্মেল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা কাজী মাওলানা মুখলিছুর রহমান, সিলেট মহানগরীর সহ-উপদেষ্টা জনাব শাহজাহান আলী, হবিগঞ্জ জেলার সহ-উপদেষ্টা জনাব কাজী মহসিন আহমদ, সিলেট অঞ্চল পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব ফারুক আহমেদ, সিলেট মহানগরী সভাপতি এডভোকেট জামিল আহমেদ রাজু প্রমূখ।
কাউন্সিলে সারা জেলার কাউন্সিলরদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য ৩৩সদস্য বিশিষ্ট জেলা কার্যকরী কমিটি নির্বাচিত করা হয়েছে।
সভাপতিঃ কাজী আব্দুর রউফ বাহার, সাধারণ সম্পাদকঃ শেখ মুজাম্মেল হোসাইন, সহ-সাধারণ সম্পাদকঃ মো: মাহবুবুল আলম,
সহ-সাধারণ সম্পাদিকাঃ মোছা: জান্নাত আরা তাবি, সাংগঠনিক সম্পাদকঃ হাবীবুর রহমান খান, ট্রেড ইউনিয়ন সম্পাদকঃ নায়েব উল্লাহ, দপ্তর সম্পাদকঃ আনহার নবী ছানা, প্রচার সম্পাদকঃ আব্দুল আহাদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদকঃ আশরাফুল ইসলাম, আইন আদালত সম্পাদকঃ এনামুল হক, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদকঃ ডাঃ শামীম আহমদ তালুকদার, সাংস্কৃতিক সম্পাদকঃ মোহাম্মদ আলী বাহার, সাহায্য ও পূনর্বাসন সম্পাদকঃ ইকবাল হোসাইন খান, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদকঃ আসাদুজ্জামান রেজা, কার্যকরী সদস্য মোঃ খলিলুর রহমান, আব্দুল বাসিত, আব্দুল হাই, নুরুল ইসলাম, মোর্শেদ আলম, নূর উদ্দীন, বখতিয়ার আহমদ, জাকির হোসাইন, নবীর হোসাইন, রাসুল প্রামাণিক রাজু, আলমগীর কবির, ছামির হোসাইন, হোসাইন মোহাম্মদ শামীম, শাহ আলম, তোতা মিয়া, হাবিবুর রহমান, নাজমুল ইসলাম, এহসানুল হক নাঈম ও মাহমুদুল হাসান।
Leave a Reply