“মনুষ্যত্ব”
টনি
মানুষ মোরা কবে হবো,
সবাই মিলে স্বর্গে যাব !
আহ! আহ!
রুপ দিয়েছো প্রভু মানুষ রুপে ,
মনুষ্যত্ব মনুষ্যত্ব তজবি জপে ..!
ভিতরে মোদের পশুর সত্তা ,,
পশু রূপেই করি মানুষ হত্যা..!
চেহারা আমার চামড়ায় গড়া
কি চমৎকার দেখতে খাসা..
রুপে তাহার মুখোশ পরা
কি নির্মম দৃশ্য চোখে পড়ে
রক্ত গড়িয়ে অশ্রু ঝরে…
আহা …!
শিক্ষা আমার আকাশ সমান ..
সবাই তুচ্ছতাচ্ছিল্য আমি মহান..
মানুষ হয়ে মানুষের রক্ত করি পান ..
মুখে আবার সাম্যের গান…!
ধিক্কার জানাই এমন
শিক্ষা ধিক্কার জানাই জাতি…
হায় ! হায়! তোরা কবে মানুষ হবি
মুখে মারি লাথি !!!
Leave a Reply