“মনোহরদী পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত”
ষ্টাফ রিপোর্টার,মনোহরদী,নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদী পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার, ঢাকা নরসিংদী মহা সড়কস্থ মনোহরদী পৌরসভা বাইপাস রোডের মাথায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী পৌরসভার আমীর,সাংবাদিক আসাদুজ্জামান নূর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারি, মনোহরদী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান, মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী দক্ষিণ থানা শাখার আমীর,মাওলানা মোঃ ছানাউল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী দক্ষিণ থানা শাখার সেক্রেটারি জনাব মোঃ তাজুল ইসলাম শাহীন। এছাড়াও শিক্ষক, সাংবাদিক,এডভোকেট,ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে সৈরাচারের পতন ঘটিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।নতুন বাংলাদেশকে সৎ,দক্ষ ও দেশপ্রেমিক দিয়ে সাজাতে হবে।তাই আগামীদিনে সকল কর্মসূচিতে সবাইকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।
Leave a Reply