“চুনারুঘাটে বিজিবির হাতে চোরাই মহিষসহ ২ জন আটক”
মীর জুবাইর আলম,চুনারুঘাট,হবিগঞ্জ।
হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের চুনারুঘাট উপজেলা গুইবিল সীমান্তবর্তী ১৯৬৮ নং পিলার নাম্বারের মাজার টিলায় বাংলাদেশের অভ্যন্তরে গত রাত ২.০০ ঘটিকার সময় ক্যাম কমান্ডার সুবেদার মুজাম্মেল হক এর নেতৃত্বে একদল বিজিবি অভিযান চালিয়ে ৩টি মহিষ ২ জন কে আটক করে
এ সময় মহিষের সাথে থাকা চোরাই লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একই এলাকার জিহান এবং অনিক নামে দুজন কে আটক করে বিজিবি।বিজিবি ও স্হানীয় সূত্রে জানাযায় আটককৃত ২ জন তাদের নামে ভারত, বাংলাদেশ চোরাকারবারি তালিকা রয়েছে। মানিকভান্ডার বড়কের এলাকা দিয়ে প্রতিনিয়ত তাদের এক সেন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন গরু মহিষ গাঁজা সহ বিভিন্ন মাদক পাচার করে আসছে।
পরদিন সকালে বড়কের গ্রামের মৃত আনু মিয়ার ছেলে সজল তার মহিষ দাবি করেন এবং স্হানীয় ৯ নং ওয়ার্ডের মেম্বার সেলিম আহমদ সুনাই মিয়া সাবেক মেম্বার আশ্রউল্লাসহ কয়েকজন লোক বিজিবির কাছে সজল মিয়ার ঘরের মহিষ বলে দাবি করেন।এসময় গুইবিল ক্যামকমন্ডার মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে আমি অবগত আছি,আশা অল্প সময়ে সুষ্ঠু সমাধান হবে।
Leave a Reply