“নতুন প্রজন্ম: দল-মতের বাইরে”
মোহাম্মদ হাসিব,মনোহরদী,নরসিংদী।
দেশের সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় রাজনীতির বিষাক্ত ছায়া দীর্ঘদিন ধরে বিরাজ করছে। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোখলা বাইতুল আমান জামে মসজিদও এর ব্যতিক্রম ছিল না। এই পুরাতন মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দলীয় স্বার্থের কারণে মসজিদের পরিবেশ বিষাক্ত হয়ে পড়েছিল।
এই পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল সচেতন ছাত্র এগিয়ে এসে মসজিদের দায়িত্ব নেয়। তাদের মধ্যে শেখ কনক হাসান ফাহিম, সাদ্দাম হোসেন, মোহাম্মদ হাসিব, অনিক ও শিহাবসহ আরো অনেকে ছিলেন। এই তরুণরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র। তারা দলীয় রাজনীতির বাইরে থেকে মসজিদের সেবায় নিজেদের সম্পৃক্ত করে সকলের প্রশংসা কুড়িয়েছে।
মসজিদের মতো একটি পবিত্র স্থানে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া অত্যন্ত অনৈতিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই তরুণরা তাদের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে প্রমাণ করেছে যে, দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দেশের ভবিষ্যৎ এবং এই ভবিষ্যৎকে তারা একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশে পরিণত করতে চায়।
* বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা দেশের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি থেকে দূরে থেকে নিরপেক্ষভাবে কাজ করছে।
* নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোখলা বাইতুল আমান জামে মসজিদে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে কমিটি গঠন নিয়ে বিরোধ চলে আসছিল।
* বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই মসজিদের দায়িত্ব নিয়ে নিরপেক্ষতা ফিরিয়ে এনেছে।
* দেশের বিভিন্ন স্থানেও ছাত্ররা এ ধরনের নিরপেক্ষ ভূমিকা পালন করছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই তরুণরা দেশের জন্য একটি আদর্শ উপস্থাপন করেছে। তাদের নিরপেক্ষতা ও দায়িত্ববোধ আমাদের সকলকে অনুপ্রাণিত করবে।
Leave a Reply