“শ্রীপুরে বিএনপি কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত”
বাবুল মিয়া শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধি:
শ্রীপুরের (গাজীপুর) ৩০শে আগস্ট ( শুক্রবার) বিকাল ৪ ঘটিকার সময় তেলিহাটি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ৯ নং ওয়ার্ড আনসার টিপির বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উত্তর দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর ৩ আসনের কর্ণধার অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রমজান আলী যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপির। উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন প্রবীন বিএনপি নেতা শহিদুল্লাহ ইসলাম আকন্দ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীপুর আঞ্চলিক শ্রমিক দলের সদস্য সচিব মোঃ রানা আহমেদ আকন্দ,
উক্ত মিলাদ মাহফিলে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিলে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা নিহত ও আহতদের স্মরণ করে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বৈষ্ণবী বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের খোঁজ খবর রাখার জন্য নির্দেশনা দেন। এবং যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান দোয়া ও মিলাদ মাহফিল শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply