“পুলিশ লাইনস নরসিংদীতে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত”
আমিনুল ইসলাম জনি,নরসিংদী।
আজ শনিবার (৩১ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ) পুলিশ লাইনস্ ড্রীল শেডে জেলা পুলিশ, নরসিংদীর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আব্দুল হান্নান।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দেশ প্রেমের সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার, নরসিংদী। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব অনির্বাণ চৌধুরী বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপারর (সদর সার্কেল), নরসিংদী জনাব কে এম শহিদুল ইসলাম সোহাগ, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল নরসিংদী জনাব আরিফ আফসার, আরআই পুলিশ লাইন্স-সহ এসএএফ শাখায় কর্মরত সকল অফিসার ও ফোর্সগণ অংশগ্রহণ করেন।
সভায় সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (পুলিশ লাইন্স) জনাব তোয়াহা ইয়াসীন হোসেন।
Leave a Reply