“শিবপুরে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত”
মাহমুদুল হাসান লিমন,বিশেষ প্রতিনিধি নরসিংদী
নরসিংদীর শিবপুরে নানা আয়োজনে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলা মিলনায়তন ভবনে এই আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিনয় গোস্বামী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, সাধারণ সম্পাদক আজয় কৃষ্ণ গোস্বামী।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী প্রীতম দাস রনি, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান মৈশান বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, পৌরসভা জামায়াত ইসলামীর আমির আব্দুর রহমান, শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, শিবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রাজন রায়, প্রমুখ।
Leave a Reply